আক্ষেপ নেই। নেই ক্ষেদ।
অব্যক্ত কথন, চক্ষু মর্দন,
করিও না ভেদাভেদ।
সিপাহিদের অভ্যর্থনায় রাজ বাহিনী
কোথায় আপনাদের সেনাপতি?
বসেন বসেন মখমলের বিছানায়,
আমার সংগীরা কোথায়?
বিচলিত হবেন না, খাদ্য গ্রহণ করুণ,
এত এত ভালো খাবার,
আমার সৈন্যদের পরিবেশন করুণ।
দুক্ষিত, এটা শুধু সেনাপতির জন্য,
সরাও এখানা,
ইসলামে নেই কেউ কারো চেয়ে অগ্রগণ্য।
নেই কালোর উপর সাদার কর্তৃত্ত্ব,
নিয়ে যাও খাদ্য, যদিও আমি ক্ষুধার্ত।
রোম বিজয় হলো,
ইসলামের আকিদা দেখে,
রক্তপাত ছাড়াই কি ছোয়াঁ পেল।