সৃষ্টির গোড়া হলো আলো -
যাকে যায় না আর ভাংগানো।
সীমাবদ্ধতা সত্ত্বেও যাচ্ছে জানা -
নবী মোস্তফা সঃ ত সাধারণ মানুষ না।
নুরের নবী হতে সৃষ্টি সকল কিছু,
এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ হবে একটু একটু ।
বিজ্ঞানী নিলস বোরের আলোর কণিকা তত্ব -
প্রমাণ করে আলো যে মুল, আছে সৃষ্টি যত।
সকল কিছু তৈরি পরমানু দিয়ে,
ইলেক্ট্রোন আর প্রোটন পাই পরমাণু ভাঙালে।
প্রটোন কেন্দ্রে থাকে ধণাত্মক আধানে,
ইলেকট্রন বাহিরে থাকে ঋণাত্মক আধানে।
শুরু হলো নেগেটিভ পজেটিভের খেলা যে,
দুই জনে থাকে স্থির বিদ্যুৎ শক্তি বন্ধনে,
পজেটিভের টান বেশি হলে -
নেগেটিভের শক্তি যায় কমে।
যে শক্তি কমে গেলো
বিচ্ছুরিত হলো তা আলোক রুপে।
তাহলে সকল মৌলের ক্ষুদ্রতম কণা হলো আলো
যাকে আর যায় না ভাংগানো।
আলো হলো সকল কিছুর মূল,
সবার আগে সৃষ্টি হয় আহম্মদী নুর-
নবীর নুর হতে একে একে সৃষ্টি জগত ও কুল।