লেখাগুলো অনেক সহজ ভাষায় লেখা
কিন্তু এর অন্তর্নিহিত মানে অনেক কঠিন।
দিনানিপাতের চিত্রগুলি
পীড়াদায়ক, চিড়ামুড়ি,
ফরম ফিলাপ,ফাঁকা পকেটে বাবার সময় সংগিন।
তপ্ত রোদের আলোতে শরীর ঘেমে একাকার
সাইকেলে বসে বাবা নিয়ে যাচ্ছে পরিক্ষা সেন্টার।
মনে থাকবে ত রে
চেয়ে থাকা উদাস নয়নে,
মায়ের কানের দুলে, কি দিতে পেরেছ হে সরকার।
দুক্ষ কস্ট ক্লেসে জীবন করে যুদ্ধ
এই দেশে কেন এত কস্ট, সবাই ক্ষুব্ধ।
স্বদেশ ছাড়ি
যাচ্ছে মেধাবী,
অজ্ঞদের ভীরে জ্ঞানীরা আজ স্তব্ধ।
এই দেশে জন্ম কি মোর অপরাধ
ফুল ফুটাতে গেলে চোর বলে দেয় অপবাদ।
চোরের গলায় মালা
ভালোর জেলের জ্বালা
বড় হয়েছে সুখ দিতে নাহি পারে, পথে খাদ।