হে দেবী, তুমি কি জান?
আমি শুধু ভাবি আর গেয়ে যাই
তোমারি নামে ছড়া-গান।
খুঁজেছি তোমায় তপ্ত রোদে, শ্রমিকের ঘামে
আর শীতল হাওয়ায়,
দিনের গগনে অশান্ত ঢেউ খেলে
রুদ্রময়ী পবন হারিকেন জ্বেলে-
দিগন্ত পেরি ছুটে চলিছে এ ধরায়।
হঠাৎ চারিদিক শোঁ-শোঁ, শম-শম
আর মানুষের আর্তচিৎকার,
হারিকেনের থাবায় তছনছ করে
সব নিয়ে গেল ভাসি!
চোখ মেলে দেখি চারিদিক ফাঁকা
জল আর জল আমায় ঘিরে-
পবন দেবী ফেলিছে আমায়
কোন এক অজানা দ্বীপ তীরে!