তুমি রহমান খোদা
তুমি যে রহিম
তুমি ক্ষমা না করিলে
কোথায় যাব আমি।।

কার কাছে চাইব ক্ষমা
তুমি বল না
কোথায় গেলে পাব আমি
তোমার করুণা।।

তুমি আমার শেষ ভরসা
তুমি শেষ ঠিকানা
ক্ষমা কর দয়ার আল্লাহ
তোমার দয়ার গুণে
আমি অধম পাপি বান্দা
আমি গুনাগার ।।