ফুলে ফলে সাজানো তরু
মানুষেরি তরে,
জীবন বিলায়ে আবার
নব সাজন সাজে।
চায় না তো সে কোনো প্রতিদান!
মাটির বুকে কত মানুষ, কত প্রাণ,
তারা সবে ঐ মাটিতেই হয় মূর্তমান,
বাতাস সে তো প্রাণির প্রাণ,
চায় কি কখনো কোনো প্রতিদান?
আমরা বড়ই স্বার্থপর,
হে প্রভু! তোমার একটু প্রার্থনা করি
চাই স্বর্গ, বেহেস্ত আর শত হুর!
অথচ তুমি না চাহিতেই
বিলাও কত সুর!
তাই তো তোমায় ডাকি,
তুমি চুপ রও
কওনা কথা, দাওনা সাড়া,
হে প্রভু দয়াময়,
ক্ষমা কি করবে আমায়
আমি পাপী স্বার্থপর,
তোমায় ভুলে, তোমায় ছেড়ে
গাইছি কার গান,
তুমি আমায় রক্ষা কর,
হে প্রভু, রহিম রহমান!