নামায পড়ি রোযা রাখি
পঁচিনাতে সেজদাহ্ দিই।।
মরণ বাণী মনে হইলে
মন বসে নাকো কাজে।।

অন্ধকার ঐ কবরেতে
কেমনে রব একাকী।।

দু'হাত তুলে কেঁন্দে মরি
ক্ষমা কর হাজার ভুল।।
তুমি ক্ষমা না করিলে
কেমনে পাপে বেঁচে রই।।

কালি না থাকিলে মনে
তুমি রহিম কেমনে হও।।

কোনবা নামায পড়ি আমি
সংযোগ নাইকো তার সনে।।
মূর্শিদ সংযোগ না হইলে
সে নামায কি কভূ হয়।।

কৃপা কর দয়াল মূর্শিদ
তোমার পানেই চেয়ে রই।।

আমার দিলে তোমারও দিল
জেগে দাও একত্বের বান।।
তোমার আমার একাত্বতায়
একত্ববাদের নিশান হয়