তোমার কথা উপেক্ষা করিয়া বন্ধুরে
পাইলাম শুধুই যাতনা
তোমায় আমি কেমনে চাই ক্ষমা।।
কেমনে সহিব বন্ধু
এ যে বড় যন্ত্রনা
তুমি যদি না কর ক্ষমা
ও বন্ধুরে।।
তোমার কথায় কিনতে গিয়ে
ময়না পাখি
কিনেছি যে এক
সাড়স পাখি।।
এ যে দেখি রাঙ্গাণী
সাড়স তো নয়!
কেমনে পোষ মানি
উড়ে উড়ে চলে যায়।
কিনতাম যদি ময়না পাখি
তোমার কথায় দাম পাইতাম অবধি
দয়াল ক্ষমা কর অভাগার ভুল।।
তুমিই যে বিশ্বের মূলামুল।