তুমি তো জান হে দেবী,
আমি শুধু ভাবি আর
তোমারি নামে লিখে যাই কবিতা।
খুঁজেছি তোমায় কৃষ্ণ মেঘের ছায়ায়
আর বৃষ্টির ধারায়-
মেঘে-মেঘে তোমার ঐ শুনি
বিকট বজ্র ঝটিকা!
হঠাৎ কানের পর্দা ভেদী
এক চিৎকার আর্তনাদে,
আকাশ-বাতাস কেঁপে
মুহুর্তেই এপার-ওপার ছাড়িয়ে-
বজ্রাঘাতে দুই কৃষক মরি
পড়ি আছে ঐ মাঠে!
তৎক্ষনাত ছুটে আসি ঘরে
ভয়ে বুক কাঁপে থর্ থর্ করে।
কি ভিষণ সেই বজ্রদেবীর চাহনী
মনে হয় যেন অগ্নিগিরি-
বিছানায় শুয়ে চোখ বুজে দেখি
কৃষক ডাকিছে ঐ দূরে!