যাচ্ছি এবার বাড়িতে ভাই
ঈদের দু’দিন আগে,
সবার আগে টিকিট কেটে
বসে আছি ঘাটে।
বাড়ির কথা শুনলে পরে
মনটা সবার নাচে,
ঈদের কথা শুনলে সাথে
মরা প্রাণটাও হাসে।
যাচ্ছি এবার নদী পথে
বাড়িটা ঐ পারে,
লঞ্চে এত যাত্রি দেখে
হৃদয়টা যায় উড়ে।
তিরিশ মাইল পথ পেরিয়ে
এলাম বাড়ির ঘাটে,
যাত্রিরা সব নামতে গিয়ে
লঞ্চ ডুবিল তটে!
জলের ঢেউয়ে তীরে আসি
সাথে শুকনো বাশ,
শত লোকের আর্তনাদে
দেখি কত লাশ!