চৈত্রের খরতাপে
মাঠ-ঘাট চৌচির,
চারিদিক হাহাকার
কৃষকেরা অস্থির।
পানি পানি করে কাটে
কৃষকেরি ক্ষণ,
বৃষ্টিতে নেচে ওঠে
সবারই তো মন।
বৈশাখেতে বৃষ্টি নেমে
করে থৈ থৈ,
পাড়ার ছেলেরা দেখ
করে হৈ চৈ।
ফুলে ফুলে সেজে ওঠে
আমের বাগান,
চারিদিকে কোলাহল
পাখি গায় গান।
মাঠে-মাঠে মাটি চাষ
করে যায় চাষা,
সবে মিলে পুতে যায়
ধানের গোছা।
দিনে দিনে বেড়ে ওঠে
ধানের চারা,
তাই না দেখে হেসে যায়
কৃষক যারা।
আষাঢ়েতে বৃষ্টি এল
থৈ থৈ করে,
চারপাশে ব্যাঙ্গ ডাকে
ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর সুরে।
এমন দিনে কৃষক মিলে
হুকায় দেয় টান,
বৃষ্টির ঐ ঝরঝরানি
আনল ডেকে বান!
সাঁঝের বেলায় কৃষক মেয়ে
ঘরে নাহি ফিরে,
এদিক-সেদিক কৃষক ছুটি
ডাকছে ঐ দূরে।
বর্ষার জলেই নেমে এল
সর্বনাশা বান,
জোয়ার এসে কেড়ে নিল
কৃষক মেয়ের প্রাণ!