ওগো প্রভু দয়াময়,
কি রূপে রূপ মিশায়ে
করেছ সৃজন এ ধরণী হায়!
যাই দেখি পাই যেন তব ছায়া
ছায়া মাঝেই তোমার কায়া
বোঝা ভিষন দায়।
তুমি তো 'নূরুস্ সামাওয়াতি ওয়াল আরদ'
তাই তো ভয়ে কাঁপি সারাক্ষণ
হাটি ত্রস্ত পায়ে কিসে,
দেখি, এ যে তোমার নূরেরই বিছানা
সর্বত্রই আছে মিশে!