আর কি কখন হবে দেখা
তোমার আমার সনেতে।।
তোমায় যদি না পাই দিলে
কেমনে বাঁচি মন আমার।।

সহেনা প্রাণ, মানে না দিল
তোমায় ছাড়া কেমনে রই।।
কালি বিনা কলমে কি
কভু কিছু লেখা হয়।।

পাপে যদি না থাকে মন
গফুর নাম কি ভবে পাই।।
পাপে থেকে না বাঁচিলে
কেমনে হব পারাপার।।

কবরের ঐ সওয়াল-জবে
কে রহিবে পাশেতে।।
মূর্শিদ জওয়াব না হইলে
হবে কি মুক্তি আমার