মাতৃভূমি
ও প্ৰিয়োসী তোমারি হিদয়ে
আমার বসতি ও প্ৰিয়োসী তোমারি কারনে
আজি ঐক্য আরোতি ।
মায়ার বাঁধনে দোলোনে সহনে
কি সুরাজ এ ধীরাজ,
আপনি হই কি শখা বিশাখা রহো
ধরোনীতে বিরাজ ।
ভবোমাঝে মুই মরিচিকা সমো
তবো দৈব বসতি মোর ঘরে,
বিভীদ ভবে তহো পরিহাস,
অসাড়,লাঞ্ছিত কেন করে ।
এ বুকে জেগে ওঠে,
অজানা কিবিদঘুটে,
গ্লানির ঢেউ ফেটে,
মুছেদেয় প্রোভাতের আলপোনা
,নির্মল কল্পনা
জন্ম নিয়েছি তোমার ঘরে
ক্ষমা করো ক্রিপা করে
তুমি ধিরাজ করছো যারে
দেখি তারা সাথে'য় তরতরে ।
তাঁহাদের প্রিয়া পকেটের মনোটিয়া
এখানে খাঁচার বনো প্রিয়া
শুধু তোতা নাম নিয়া উড়িয়ে কেমনে ।
ও গো মোর জন্মো প্রিয়সী ভালবাসি
তাই বলি প্রিয়োসী ।
তোমার আঁচলে মুখ লুকায়ে
লুকাই আমরা মন উদাসী।
ও গো মোর জন্মো জননী
ধাত্রী ধারিনী তারিনী আমার মা
তোর সকল পুত্রের যাহা দিয়েছিস
একটু আমায় দিয়ে যা।।।।