দা মামার হাট



এগিয়ে চলেছি আমি দামামা র হাটে,
বাদ্য বাজোন নিত্য সাজোন
হরবোলা মোর গৃহ পরিজন ।
এগিয়ে চলেছি আমি দা মামার হাঁটে,
না ছিলাম যদি পৃথিবী মাঝে
ছিলাম পবন প্রান্তে।
আসিয়া হয়েছে হরবোলা স্বামী
প্রাণে প্রাণে খুশি আনতে ।
এগিয়ে চলেছি আমি দা মামার হাটে,
হাটে র শেষে পথ প্রান্তে ধুঁকছে কত ছায়া
প্রাণের টানে ভাঙে গড়ে মন
এই কি আসল মায়া?
কেন চলেছি আমি দা মামার হাটে ?
পসার পেতেছি লাভের কারণে
সারাদিন আছি বসে
লাভের আশা কেমনে করিব
লোকসান যায় পচন দোষে।
কেন বসে আছি এই দা মামার হাটে?