স্বাধীন ভারত নিয়ে লেখা আমাদের ছোট্ট কবিতাটি অবশ্যই পড়বেন এবং লাইক কমেন্ট করবেন।


আমরা কি স্বাধীন


আপন করে যদি লিখে যায়,
স্বাধীন দেশের কথা ।
কাগজে কলমে ফাটল ধরবে ,
জাগবে জমানো ব্যথা ।
স্বাধীনতা পেয়েছি
পেয়েছি পতাকা
পেয়েছি উড়ানোর লাঠি।
পায়নি শুধু বাঙালি হয়েও ,
শান্তির চাবি কাঠি ।
পূর্বজ গনে স্বাধীন করেছে
রক্তের বিনিময়ে ,
আগামী প্রজন্ম বাস করে যেন
স্বাধীন সবিনয়ে।
এই প্রজন্ম 15 বছর
বইয়ের বোঝা টানে ,
কষ্টের সাথে কোনোরকমে
ডিগ্রি র কাগজ আনে।
চাকরি জোটে না
ঘর পরিবার সামলাই কেমন করে ,
ঘর পরিবার ছেড়ে দিয়ে তাই
বিদেশ বিদেশ ঘুরে।
চাকরির নামে এত পরিমান
ঘুষের দাবি করে ,
এই কারণে গরিব গুলো
রাস্তাঘাটে মরে ।
বুঝেশুনে আজ পাঠশালা গুলো
বেকারত্বের ঘাঁটি ,
কোয়ালিফিকেশন যতই থাকো
টাকা না থাকলে মাটি।
নেতা গুলো আজ চোরের বাবা ,
মন্ত্রী গুলো ভাই ।
উন্নয়নের টাকাগুলো কে
চেটে ছুটে সব খায়।
অপরদিকে দিল্লির রাজা
ধর্মের খেলা খেলে ।
রাজনীতির এই রসাতলে
আমার দেশটা গেল জলে ।
এই স্বাধীন দেশের স্বাধীন মানুষ
চিন্তা করে দেখো,
সবকিছুতেই কর এর বোঝা
মাথায় যেন রাখ।
তবুও স্বপ্ন দেখি কোন একদিন,
হয়তো স্বাধীন বুঝবো,
ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ নেতাকে খুঁজবো।।