কতশত দুঃখের প্রদীপ জ্বেলে
আলোকে অন্ধকার করি!
কতশত দুঃখ নিয়ে
আনন্দ মাটি করি!
কতশত অশ্রু দিয়ে
হাসিকে বিষাক্ত করি!
আহ্!কি সুখ এই দুঃখে
জীবনকে হত্যা করি!
হাসিমুখে করেছি গ্রহণ
ভালবেসেছি দুঃখকে!
কি আর বলব আমি সবতো
আমার নাগালের বাইরে!
এতো দুঃখ নয় যেন
সুখেরই কারখানা!
সুখে সুখে করছে ধ্বংস
বাঁচার উপায় খুঁজে পেলাম না।