ওরে নওল ওরে কচি
আজকে তোরা আলোকচ্ছটায় দীপ্তিমান এক শশী।
বক্ষ জুড়ে কষ্ট নিয়ে আজকে তোরা পথে
ভায়ের বোনের রক্ত শোকে হুঙ্কার তোর কথে।
ওরে কিশোর ওরে নবীন আজ তোরাই পথের রাজা
শক্ত হাতে রুখছিস সব দিচ্ছিস নয়া সাজা।
ওদের চোখে নখ দেখিয়ে মিথ্যা করিস নাশ
বক্ষে পিঠে লিখছিস যত প্রতিবাদের ভাষ।

ওরে তোরার পথ ধরে আজ জাগছে নব জোয়ার
উচ্চ শিরে চল এগিয়ে নয় মাথা নোয়াবার।
কণ্ঠে তোদের শ্লোগান তোরা কত লোক গিজগিজ
বলছিস তেড়ে বুক ফুলিয়ে উই ওয়ান্ট জাস্টিজ।
লিখছিস তোরা পিচঢালা পথে নিরাপদ সড়ক চাই
এমন চাওয়ায় একাত্মতা বুকটা দিলাম  মিলাই।
ওরে নওল ওরে কচি আজ হাত দুটি তুলেছি
শ্লোগানে আর শ্লোগানে মম বুক প্রাণ মিশেছি।
তোদের ও পথ আগলে রাখার শপথ নিয়েছি
প্রতিবা-দে,ক্ষোভে-ক্ষোভে মুখর হয়েছি।