আমার সাতই মার্চ।
অফিসের টেবিল চেয়ার, হরেক রকম কেমিক্যাল টেস্ট,
আর রিপোর্ট লেখার ভীড়ে হয়ত হারিয়ে যাবার উপক্রম।
কিন্তু আমি-
হৃদয়ে সে আওয়াজ সে বজ্রকণ্ঠ যেন শুনছি
যেন শুনছি বঙ্গবন্ধুর সেই ঝাঁঝালো কণ্ঠে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
হৃদয়ে দেখছি সেই রেসকোর্স ময়দানে
লাখো মানুষের মুক্তির শ্লোগান।
অনুভব করছি আমিও তাদের একজন হয়ে-
হাত মুঠো করে শ্লোগানে শ্লোগানে
হারিয়ে যাচ্ছি সাতই মার্চের সেই রেসকোর্স ময়দানের
লাখো মানুষের ভীরে।
আমার মুক্তি চাই, এ দেশের মুক্তি চাই।
আমাদের যা কিছু আছে
তাই নিয়েই লড়ব,
তবুও এ দেশ কে মুক্ত করে ছাড়ব
ইনশাআল্লাহ।