তোমরা বলো,
আমি শুনে যাই।
মাথা নিচু করে
মেনে নেই।
মেনে নিতে বাধ্য হই।

তোমরা যা বলো,
তার বিন্দুমাত্র
আমি বিশ্বাস করিনা।
তোমরা সত্যের মোড়কে
আমাদের মিথ্যা গেলাও।
তোমাদের শক্তিমান হাতের
চাবুকের ভয়,
আমাকে মুখ বুঝে থাকতে
বাধ্য করে।

কিন্তু,
এটাই চিরায়ত গল্প নয়।
একদিন,
ঝড় উঠবেই।
মিথ্যার ধুলিকনা উড়ে যাবে।
সত্য প্রকাশিত হবে।
সেইদিন,
আমি হাসব;
বিজয়ীর হাসি।
আমি হয়ত অশ্রুও বিসর্জন দেব;
আনন্দাশ্রু।