শরতে শৈবাল দিঘীর পাড়ে
ফুটিছে কমল ফুল,
সুশোভন, লোভন অপরূপ শিমুল।
প্রকৃতির দেয়া অতুলনীয় সৌন্দর্যে,
চিত্তাকর্ষক মোর-
বসন্তের নতুন নতুন পুষ্প মাধুর্যে।
একদিন কনকনে শীতের আগমনে,
গিয়েছি দেখিতে বাঁশবনে।
পড়ে থাকা তৃণে কত অঝোর পাতা-
শুষ্ক অতসী আর গাঁদা।
সহসা দেখি শীতের সাত সকালে,
দূরবর্তী ঐ গোধূলীর আশপাশে,
বসে এক তণ্বঙ্গী বৃক্ষের ছায়াতলে।
আবার ভোরের শিশিরে ঝড়াপাতায় হাঁটিছে
আর মন ভরিছে তৃণে পড়ে থাকা ফুল তুলিতে।
তারি অদূরে গিয়ে আমি, দেখি তদীয়-
সে দেখিতে মোরে দৃষ্টিমেলে, বারবার ঘুরে পশ্চাতে।
এতই মোহময়, মুগ্ধময়, লাবণ্য মিশ্রিত মুখশ্রী
দেখিয়া এই মর্ম মুগ্ধ হইয়াছে।
তাইতো আজ তারি দেখে মর্মে মোর
জাগিছে কোন এক ষোড়শীর প্রেম।।