আকাশ ছোঁয়া মেঘের বেলা
বইছে বাতাস বাধঁন হেলা
দুলছে বনে নিঃস্ব দোলা
পদ্ম ফোটায় ছোট্ট জোলা
আকাশ ভরা তারার মেলা
সঙ্গী সাথী করছে খেলা
কোকিল ডাকে গাছের ডালে
ময়ুর নাচে পেখম ভালে
আকাশে সাজে রঙের মেলা
গানে মুখর মাঝির ভেলা
ফিংগে লাফায় পদ্ম খালে
রুই-কাতলা চাষীর জালে