দূরত্বে থাকো , তবু জানবো তুমি আছো।
পরের ঘরে আগাছা হয়ে
পুরোনো আসবাবপত্রে ধুলো জমেছে
অভিমানের কতটা দিন তোমার আমার নিপাত গেছে।
শেষ বিকেলে তুমি এসো
যাওয়ার কথা বলতে এসো
হালকা হাওয়ায় শাড়ির আঁচল সামলে রেখো।
শেষ বিকেলে কেউ হয়তো মনে করবে আমার কথা
কোন স্মৃতিটা পরবে মনে বলতে পারো ?
জোছনা ভরা কোন এক ক্ষণে
আমায় পাবে তোমার ওপারে
আমাদের দু'টি ঠোট স্বদ্ধ হবে
কথা হবে হৃদয়ে হৃদয়ে।
হারিয়ে খুজিনি তোমায়
খুজিনি হারাবার তরে
হৃদয় দিয়েছি যারে
সে থাকে হৃদয়ে হৃদয়ে ।।