এই সেই সময়
যখন কেউ কাউকে পাবে না
যেখানে একটি দূরত্ব খুঁজে পাবে অন্য একটি দূরত্বকে
যেখানে প্রিয়তমা নারীর পথ বাধা হবে হালকা গাড় কোন এক রঙে ।
যেখানে গোধূলির ওপারে নীল আকাশ দেখা যাবে
যেখানে দ্বীপ জ্বালা রাতে জোছনা হারাবে
যেখানে হাজারো কান্নার ভিরে অচেনা হবে প্রিয়জন
যেখানে ফেলা যাওয়া ছাপ রয়ে যাবে আজীবন।
তোমার প্রিয় সাইকেলটির হাওয়া শেষ হবে
হয়তো তোমার ঘরের রং পাল্টাবে
প্রিয় লেখকের নতুন বই ছাপবে
কিংবা প্রিয় দলটি মাঠে নামবে
তোমার হেটে যাওয়া অনেক পথের বাক পালটাবে
সেই সবুজ চারা গাছটা নুয়ে পড়বে
তোমার পরা চশমাটা বাক্স বন্দি হবে
কারো চোখের রেটিনার প্রয়োজন হারাবে
যেখানে প্রিয় মুখগুলো অচেনা দেখাবে
দিনে দিনে হাজারো বেলা কেটে যাবে
এই সেই সময়, যেখানে প্রতিটি নিঃশ্বাসে ঘনীভূত হবে গারো কালো অন্ধকার
যেখানে পাজর বেয়ে নেমে যায় প্রাচুর্যের জোয়ার।
যেখানে বাঁচার আশায় বাঁচবে না কেউ
মৃত্যুর টানে মরবে না
সেখানে এক অদ্ভুত খেলা হবে
তোমাদের অগোচরে ।।