ভালোবাসা প্রেমকে করেছে মহৎ
প্রেমিককে দিয়েছে এক লোনা সমুদ্র।
নাম দিয়েছি তারে নীল বেদনা,
যে নামেই ডাকি তারে কাছে পাবো না।
ঝরে যাওয়া বসন্তে সে পাতা শুকিয়ে গেছে
মেঘেদের দল জমেছে কালো মেঘে
পথিকের ক্লান্ততায় শরীরের ঘাম শুকিয়েছে।
"ভালোবাসা তবে কি এমোনি ?
কারো ব্যাকুল বেদনায় সে কদাচিৎ হয়, ক্ষান্ত হয়;
ল্যাম্পপোস্টের মত দাড়িয়ে যায় , সোডিয়াম লাইটে।"