মাঝে মাঝে ভাবি,
যদি আমি হইতাম
কোনো নির্জন গাছের ছায়ায়
পড়ে থাকা পাতার মতো—
যার না আছে শিকড়,
না আছে ঠিকানা।
কিংবা কোনো হাওয়ায় হারায়া যাওয়া
দোয়েলের ডানার পালক,
যার কথা মনে রাখে না কেউ।
জীবনটা যদি হইত কোনো অচেনা নদীর ঘাট,
যেখানে প্রতিদিন নতুন জল আসে,
পুরনো সবকিছু মুছে যায়।
কিংবা আমি হইতে পারতাম
কোনো শুকনো পুকুর পাড়ে
পড়ে থাকা ফাটা কলসির টুকরো,
যাকে কেউ আর জোড়া লাগায় না।
যা নিজের ভাঙাচোরা অস্তিত্বে শান্ত থাকে,
খুঁজতে আসেও না কেউ।