পৃথিবীর সব রং আজ লাল
যখন লাল শাড়িতে তুমি
ভুবন ভুলানো মায়াবী সেই হাসি ।
সৌন্দর্যের উপমা তুমি
তোমার অদ্বিতীয় তুমি ।
তোমার লাল দুটো ঠোঁট
মায়ায় পড়েছে মন, রেখায় কেরেছে জীবন।
ঠোঁট ছুঁতে গিয়ে নীর হারা হয়ে
রেখো না তুমি দুটি হাত বাড়িয়ে
কিছুটা ছুয়ে আর কিছুটা দূরে ।
কপালের লাল টিপ চাঁদ হয়ে বসে
হৃদয়ে জোছনা নামে আধার কাটিয়ে
দ্বীপ জ্বালা রাতে দ্বীপ নিভে গেলে
ঐ লাল টিপে চাঁদ নেমে আসে ।
হাতের লাল চুরিগুলো রৌদ্দে ঝলমলো
লাল রং তোমার আসলেই খুব প্রিয় !
হাতের লাল আলতায় সূর্য বসাও
লাল শাড়িতে গোধুলী বানাও
লাল টিপে পৃথিবী বসিয়ে
কালো চুল গুলোতে আমাকে রেখো
সময়ের সাথে ঝড়ে যাব
হয়তো দ্বীপ জ্বালা রাতে
নয়তো মরে যাবো
তোমাকে ভালবাসার অপরাধে ।