কংক্রিটের সদ্য নির্মিত দালানে বসেছেন কবি
সাদা পাজামার সাথে সাদা গেন্জি মানিয়েছে বেশ ।
মুক্ত বাতাসে সিক্ত করে মন
প্রেমিকার সাথে চলছে গভীর আলাপোন ।
ঐ দূরে দেখা যায় মেঘমালা
যেন উঁচু উঁচু পাহাড়ের টিলা
সবুজ পেরিয়ে মেঘ ছাড়িয়ে
যেদিকে চোখ যায়
বিশাল আকাশ দেখা যায়।
ঝাঁকে ঝাঁকে পাখি
ওরা কোথায় উড়ে যায়
ওদের কি আছে বাসা
যেখানে বাঁধে ভালোবাসা
ওদের কি সময়ের অনেক তাড়া
যেন দিন শেষে আমরা সবাই একা !
পাখিরা কি মেঘ ছুঁতে চায়
মেঘের গন্ধ কি তাঁরা কভু পায়
আমি পাখি হতে চাই
আমি মুক্ত ডানায় আমাকে উড়াতে চাই ।
দূর আজানের ধ্বনি শোনা যায়
সূর্য তখন নিভু নিভু করে
কবির সময় গেলে শেষে
দিন পাবে দিনকে, রাত মিলবে রাতে
"একটি কবি একাই মরে যাবে
ভীষণ একাকীত্ব, অনাদরে
দু'ফোটা ভালোবাসায় ।"