সবকিছু পুরাতন হয়ে যায় যেমন আমি হয়েছি তোমার কাছে।
সবকিছু জানা হয়ে গেলে আবার একদিন জানতে এসো নতুন করে।
"তুমি কি এখনো প্রতিদিন রাত জাগো? আমার ডায়েরির পেজ গুলো কি লেখা শেষ করেছো?
এখনো কি কবিতা লেখ নাকি অন্য কিছু !"
অন্য কিছু কি আর লিখব, লেখায় তো আর বেগ পাই না।
যা লিখি সব এলোমেলো, আমার মত অগোছালো।
" নতুন করে গুছিয়ে নিতে পারছ না? এভাবে আর কত দিন কাটবে জীবন !
এবার তো ইতি টানো।"
ইতি তো আমি কবেই টেনেছি, যেদিন তোমাকে ইতি দিয়েছি।
বাধ্যতার এই জীবন ছেড়ে নির্বাসন আর খামখেয়ালি বেছে নিয়েছি ।