চোখজুড়ে নির্লিপ্ততা আগেও ছিলো আমার, এখনো আছে
নৈতিকতা বাছ বিচারের বালাই তো নাই
একাকীত্বতার উন্মেষে কেটেছে প্রাত্যহিক সন্ধ্যা,
যখন ল্যাম্পপোস্টের আলো সাইনবোর্ডে মিলিয়ে যায়
আমাকে প্ররোচনা দেয় চেনা আবেগ,
এ কিছুই প্রথম তো নয়, নতুন তো নয়, অনাকাঙ্ক্ষিত নয়!
তবুও প্রতিসন্ধ্যায় বুক জুড়ে ভর করে দুর্মোচনীয় যন্ত্রনা
যেনো এ ব্যথা কারো নয়, নিগ্রহ হওয়ার নয়
মস্তিষ্ক ছন্দ হারায়, মিলিয়ে যায় একশ কোটি নিউরনে
এই অবহেলিত সময় আমি চাইনা, আর না
সমস্ত বিরহ উপেক্ষা করে বলতে চাই শেষবার-
"প্রিয়তমা,বাকি পঞ্চাশ বছর তোমার সাথে দুবেলা ভাত খেতে চাই "।।