বাবা তুমি বেঁচে থাকো
বাঁচতে হবে বাবা
আমার জন্য, আমাদের জন্য
তোমার প্রিয়তমা স্ত্রীর জন্য
তুমি না আমাদের শিখিয়েছো বাবা
হাল ছেড়ে দিতে নেই, লড়ে যেতে হয়
জীবন পথের লড়াকু যোদ্ধা হয়ে ।
বাবা তুমি বেঁচে থাকো
বৃক্ষ হয়ে বট গাছের মতো ছায়া দিয়ে
স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকো আমাদের নিয়ে ।
বাবা তুমি বেঁচে থাকো
খুব ভোরে আযানের ধ্বনিতে
দিনের শেষে খাবার টেবিলে
ঈদের মাঠে এক কাতারে ।
বাবা তুমি বেঁচে থাকো
আলতো ছোয়া ভারী চুম্বনে
তোমার আংগুলে হেটে যাওয়া পথের বাঁকে
ঘুম পাড়ানি শত শত গল্পের গল্পকার হয়ে ।
বাবা বলে আজ অনেক দেখেছি
কোথায় তুমি দেখছি না যে
এভাবে কত কাল আর দেখবো না তোমায় ?
কত দিন আমার তুমিহীন হবে
অসীমের মাঝে কি শুন্যতা আছে ?
বাবা তুমি বেঁচে থাকো
বাঁচতে হবে বাবা
আমি বিশ্বাস করি তুমি আছো
হয়তো অনেক দূরে- কিন্তু হৃদয়ের খুব কাছে ।