আমি যে রাতে মারা যাবো
সে রাতে অনেক বৃষ্টি হবে
প্রকৃতি মিশে যাবে আমার সাথে
জল থৈ থৈ শহুরী রাজপথে ।

আমি যে রাতে মারা যাবো
সে রাতে প্রচুর বিদ্যুৎ চমকাবে
শত শত গাছ ভেংগে পরবে
গাড় অন্ধকার অচেনা শহরে ।

আমি যখন মারা যাব
তখন এশার আযান হবে
যে সুর শুনেছিলাম জন্মের ক্ষণে
মৃত্যুর সময় একই সুর বাজে ।

আমি জন্মেছিলাম কোন এক কালো রাতে
আমি চলে যাব এমনি রাতে; আমার প্রভুর ডাকে ।।