তোমার দিকে তাকাতেই-
পৃথিবীর সব আলো
চোখে নেমে এলো,
সাত আসমান আলোকিত হলো,
পাখিরা নব সুরে গেয়ে উঠলো,
সমস্ত কুসুম নতুন ঘ্রাণ পেলো,
পৃথিবী অবাক সাজে সজ্জিত হলো,
প্রমময় হৃদে নব হিল্লোল উঠলো।
তোমার দিকে-
আমি তাকিয়ে থাকি,
নিরন্তর, অপলক, শতযুগ,
কম্পিত হৃদয় বলে,
তোমার আলোয় বেঁচে থাকি,
তোমার আলোয় নেয়ে উঠি।
ধারিত্রী তাকিয়ে রয়,
শত সহস্র নেত্র নিয়ে,
মশগুল আশেকের প্রেমের সুরে,
সুরভিত হৃদয় গেয়ে উঠে।
আবেশী সুরের লহরী,
নব ঝংকারে হিল্লোল তুলে ধমনিতে।
তোমার দিকে তাকাতেই
আফ্রোদিতির আলোকছটাই বিদ্ধ হই,
হেলেনের প্রতিচ্ছবি দেখি।
সারা পৃথিবী শাসনের হিম্মত জমে,
একাকী নতুন পৃথিবীর জন্ম দিই হৃদয়ে।
তোমার দিকে তাকাতেই-
শূন্য হৃদয় জেগে উঠে,
সহস্র বছরের শ্বাস নেয় নাসিকা।
তনু-মন, প্রতিটি কোষ বলে,
তোমাকে পাবো-
তোমাকে ছুবো-
তোমাকে হৃদয়ের রানি করে
অনন্ত কালের যাত্রায়
হারিয়ে যাবো।
তোমার দিকে তাকাতেই
_______আহসান বিন ইসহাক
দ্রষ্টব্য : এখনো যারা এই "তোমার দিকে তাকায়নি" তারা মিসকিন। এসব মিসকিনদের জন্য সমবেদনা। তাদের দ্রুতই একজন তুমি হোক সেই কামনা।