যার প্রেম আছে সে পুড়বেই
ফাগুনের আগুনে,
ফাগুনের বাতাসে আগুন
পুড়িয়ে দেয় সব।
পুড়ানো ছায় থেকে জন্ম নেয়
নব পল্লব,
সাজানো বাগান
হৃদয়ের পুষ্প।

আমি পুড়ি
তুমি পুড়ো
তোমরা পুড়ো,
সবাই পুড়ো,
পুড়া আগুনে
নতুনের জন্ম দিয়ে
বসন্ত উদযাপন করো।

বসন্তের রোদে দৃষ্টি দেয়ার সাধ্য কার
সোনালী রোদের আবহে
পুড়ে ছাড়খার হয় দৃষ্টি,
চোখের সামনে
শুধুই প্রেম
শুধুই ভালোবাসা
একাকার দুটি হৃদয়ে আকুতি।

ধুক ধুক করে ভেতরে
বাসন্তী বাতাস যেন
ভেতরের মাংসপিণ্ড স্পর্শ করে
দুলতে থাকে মন-প্রান
এদিকে-ওদিকে,
যেদিকেই ছুটে
শুধুই আগুনই দেখতে পাই।
আর.........
পুড়তে থাকি,
এ পুড়ে যাওয়ায় সুখ আছে
স্বর্গীয় সুখ,
স্বর্গীর অধিকারী হওয়া যায়।
তাই বারবার পুড়তে থাকি।