আদর করে বলতো দাদা
কোন দেশে নেই পানি?
অথচ সাত সমুদ্র তের নদী
সব জায়গায় পানি।
উত্তর খুঁজতে পাগল প্রায়
এমন দেশ কী হয়?
কোনটি হবে সঠিক উত্তর
লাগতো খুব ভয়।
খুঁজতে খুঁজতে ব্যর্থ মনে
বলতাম ওগো দাদা,
ক্ষমা করো এবার তুমি
ভাঙো তোমার ধাঁধা।
দাদার সেই মিষ্টি হাসি
লাগতো তখন বেশ,
হেঁসে হেঁসে বলতো তখন
উত্তর হবে- সন্দেশ।
সেই সন্দেশ পার্সেল হয়ে
আসলো মোদের ঘরে,
খাচ্ছি সন্দেশ মনে নেই ভাই
কত বছর পরে!!
@
খেজুর গুড়ের এমন স্বাদ
বুঝবে কোন জনে?
খাচ্ছে যারা চিনির শিরা
শীত জড়ানো ক্ষণে।
আহা কী স্বাদ, তাজা রস
ঘ্রানে হই পাগল,
আরো খুশি লাগতো পেলে
মায়ের মুড়ির আঁচল।
এমন স্বাদের পাটালিগুড়
পাওয়া বড় কঠিন,
এক সময় যা গ্রাম বাংলায়
খাদ্যে ছিলো রুটিন।
এমন স্বাদের খাবার পেয়ে
কত যে মন খুশি,
বড় আপুর এই আদরে
জমছে মুখে হাসি।
ঝিনাইদহের খেজুড় সন্দেশ
খাবারে এলো আজই,
বড় আপুর ভালোবাসা
পড়বে মনে রোজই।❤️❤️