টুক টাক ধুপধাপ
মন করে
কত পাপ,
নিজ মনে, আনমনে
শুধু দেয়
কত শাপ।

কে জানে, কতক্ষণে,
বুঝে মন
চনমন,
এই ভব, কত রবো,
করে মন
টনটন।

কত কাজ, নেই লাজ
করে চলি,
সব ভুলি,
দেহটারে, মনটারে,
শুধু বলি,
দে বলি।

মুমিনের আত্মা,আর নিজ সত্ত্বা
প্রভূর তরে,
যায় মরে।
এসবের চিহ্ন, খুঁজে হয়ে হন্য
আপন ঘরে,
যাই মরে।

_____আহসান বিন ইসহাক