সুদ খায় যারা কেয়ামতে তারা,
দাড়াবে কেমন জানো?
শয়তানের স্পর্শে মোহগ্রস্থ,
পাগল তারা যেনো।

এমন সাজা সুদখোর তার,
একটি হলো কারণ,
প্রচার করে বেড়ায় তারা,
ব্যবসাও সুদের মতন।

অথচ আল্লাহ হালাল করেছেন,
পণ্যের লেনা-দেনা,
হারাম করেছেন সুদের হিসাব,
প্রচণ্ড তাতে ঘৃণা।

রবের দেয়া এই আদেশে,
সুদ ছাড়বে যারা,
প্রভুর ক্ষমায় দোজাহানে,
সুখে থাকবে তারা।

এরপরও যারা সুদ ছাড়ে না,
খায় তা গুনে গুনে,
পুড়বে তারা জাহান্নামের,
জ্বলন্ত আগুনে।

সুরা বাকারার ২৭৫ নং আয়াতের ভাবানুবাদ