আমি ধ্যানে বসেছিলাম
প্রভূর মতো মহৎ হবো!
পবিত্র হবো! তাই।
আমি হয়েই যাবো ভেবেছিলাম।
তারপর দেখলাম
সত্যিই আমি মহৎ হচ্ছি,
আমার গর্দান উঁচু হতে থাকলো
আরো উঁচু!
আমার আশপাশের সব মানুষ থেকে
আমি উঁচু হতে থাকলাম।
যখন আমি আকাশ স্পর্শ করলাম
নিজেকে এতো মহৎ মনে হতে লাগলো যে,
নিচের সব যেনো পশু মনে হলো
ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র!
সব ছোট, আমি বড়!
মহৎ!।