আমি দুঃখী,
দয়া করে আমাকে দুখের গীত
আর মৃতের গল্প শুনাবে না।
তুমি বললে,
কবি! প্যারিসের ব্যথায়
কয়েকটি লাশের তাঁজা কবিতা লিখো!
শুনো,
আমি প্যারিসের ঘটনায় মর্মাহত ঠিকই
কিন্তু আমার ব্যাথাক্রান্ত মনে
তোমার কমল হাত একবারও কি স্পর্শ করেছে?
কত সহস্রাব্দ পার হলো,
একবারও কি জানতে চেয়েছো
আমার এই ভবঘুরে দিনগুলো
কোন ব্যাথায় কাটছে?
আমার ব্যাথার অশ্রুর রংয়ে
তোমার হাসির এক ফোঁটা রং
কখনো দিয়েছো কি?
আমাকে মৃত্যুর পরে মায়াকান্নার
করুণ সুর তুলতে বলো না!
বাঁচার অধিকার আগে জীবিতদের করো
আমাকে মেরো না!
ওদের মেরোনা!
জীবিতদের মেরো না!
কাউকে মেরো না
প্রিয়তমা লাশের নয়, ব্যাথিতের কবিতা লিখি?
আমার মত যারা প্রতিনিয়িত
বেঁচে থাকার
সবচেয়ে সহজ পথের খোঁজে
তোমার মত দেবীর
আর্চনায় জীবন পার করে!
তাদের কবিতা লিখি?
আমি দুঃখী,
দয়া করে আমাকে দুখের গীত
আর মৃতের গল্প শুনাবে না।