পৃথিবীতে আরেকটি রাত বাঁচতে
তোমার কাছে যাব আফ্রোদিতি!
আমি তোমার রুপের কোষ দিয়ে
সহস্রাব্দের সেরা মারিজুয়ানা বানাবো।
উন্মাদ হবো।
আচ্ছা পৃথিবীতে বেঁচে থাকতে হবে কেনো?
তুমিতো বেশ আগেই এসেছিলে
আমার কেনো এত দেরি!
আফ্রোদিতি তুমি কী আবার আসছো?
প্রেমিশ্বরের বুকে রাত কাটাতে!
আমাকে তুমি বাঁচিয়ে তুলবে?
আমার এই সহস্র মৃত্যুর পুনারাবৃত্তি বন্ধ করো
তোমার চোখের ভেতরে
আমি চিরজীবি হই.........।।