হাই হিলের কাটার নিচে
লোকালয়ের উত্তপ্ত পিচে
জীবন্ত সমাজকে বিসর্জন দিয়ে
তুমি আর কতদুর এগিয়ে যাবে?

হায়েনার লোলাপু নজর কাটায় নয়, হিপে
সুযোগ পেলেই খুবলে খাবে,
বলো, হে সুন্দরী ললনা! আমায়
তুমি কি এই সমাজ দু'হাত পেতে নেবে?