এদিকে তাকাও খোলো আঁখি।
দেখো মাতাল রাতের আবেশে
তোমায় কত ভালোবেসে,
কত শত স্বপ্ন এই বুকে রাখি।

রাত বাড়ে, সুখ কাঁড়ে
অবুঝ! ওগো সেই প্রেমে
দিলে তুমি, ভরে এ ভূমি
নিয়েছি আমি জীবনের দামে।

এ কোন আগুন, এলো ফাগুন
আখি খোঁজে তোকে সখি,
এরাতে ভাবি, কেমনে রাখি,
কেমনে ঢাকি, প্রেমের অরুণ।