যে নারী স্বামী বাসায় রেখে
নিজে 'জন্মনিয়ন্ত্রণপন্থা'র খোঁজে বেরিয়েছে,
আমি তাকে দেখে আতঙ্কিত হই।


যে বালিকা 'বেবি টেস্ট' কিনতে
ফার্মেসিতে গিয়ে ফিসফিস করে,
আমি তাকে দেখে আতঙ্কিত হই।


প্রেমের হাহাকারের এই শহরে
মাদকের ছয়লাব!
আমি আতঙ্কিত হই।