আকাশে অসংখ্য কালো মেঘ
শুধু কি তাই!
মনের আকাশ ছিলো,
আরো দিধায়,মেঘাক্রান্ত!
তখনও লঞ্চ ডুববে কি জানা হয় নাই!
ধনীরা এসবে আসতে চায়না!
ডুবার অপার সম্ভবনা!
তবুও আমাকে যেতে হবে!
এই লঞ্চে,দুই শ টাকা বাঁচাতে!
লঞ্চ ডুবে গিলে মারা যাবো,
এমন চিন্তা করি নাই!
বরং ডুবলে আত্মরক্ষার উপায়
ঝড়ো গতিতে খুজতেছিলাম!
লঞ্চ ডুবে গেছে!
একজন তিনজনকে নিয়ে ডুবছে!
আমি কল্পনায় এসব দেখছি!
আমাকে বাচতে হবে!
এখানে সাতার কাটলে
মারা যাবো নির্ঘাত!
এরা গরীব বোকার দল!
আমি বুদ্ধি করলাম!
পানির অনেক নিচে ডুব দিলাম!
জীবন্ত মাছগুলোর সাথে
উড়ন্ত সাতার দিতে থাকলাম!
মাছেদের পিছ পিছ!
অনেকটা দুরে এসে!
মাথাটাকে জাগালাম!
দেখলাম দুরে গভীর পানিতে
জালে বন্দি মাছের ন্যায়
ছটফট করছে এক ঝাক প্রানী
বাঁচার আশায়!
আমি চতুরের মত
মৃত্যুকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি!
এসব কিছু আমি কল্পনায় করেছি!