কেন যে ভোরে খুলি এ আঁখি
আহা মরি মরি তোমার ঐ নজর দেখি!
বড়ই যন্ত্রনা বিঁধে দেখে ঐ নজর
আঁখি পাপড়ী নড়িলে যায় ভেঙ্গে পাজর!

06:06am, Tue 02-07-2013