অহমিকা ডুববে সবই
গর্বের কিছু থাকবে না,
নিজের নেক আমল ছাড়া
সঙ্গে কিছুই যাবে না।
তুরস্কের কান্নার আওয়াজ
আকাশে শুনো বাজছে।
ধনীরা সব নিঃস্ব হয়ে,
পথে বসে সব কাঁদছে!
পাথর চাপায় মাটির দেহ
অহমিকা আজ কোথা?
দর্পভরে যতো পদচারণ
সবই দেখো আজ বৃথা।
ক্ষণ আগে বাড়ীওয়ালা
একটুপরে হলো ফকির,
নিজের প্রাসাদ হবে কবর,
জানতো কী ধনী আমির।
মৃত্যু হলেই শেষ ব্যবধান
সকল মানুষ এককাতার,
জীবন তরী শেষ ঠিকানায়,
ছুটে চলে গহীন আঁধার।
কবর দিকে তাকিয়ে দেখো
অর্থ-কড়ি, রাজ-প্রাসাদ,
মাটির নিচে চাপা কান্নায়
দুনিয়াটা সব বিস্বাদ!
আমল ছাড়া চোখের আলো
কে দিবে গোর আঁধারে?
সবই বুঝি জগত মাঝে
বঝি না এই বুঝ আহারে!!