অতপর যখন সেদিন
বিকট এক আওয়াজ হবে,
মানুষ সেদিন ভয়ের চোটে,
ভাইকে ছেড়ে পালাবে।
মায়ের থেকে, বাপের থেকে
স্ত্রী থেকেও পালাবে,
অতি আদরের ছেলে-মেয়ে
তাদের দূরে সরাবে।
পরিস্থিতি সবার জন্য
এমন হবে ভীতিকর,
ভুলে যাবে সেই ভয়ে-তে
কে ছিলো আপন পর।
সেদিন আবার কিছু লোকের
চেহারা খুব উজ্জ্বল হবে,
হাস্যজ্বল মুখটা নিয়ে
তারা খুব উৎফুল্ল রবে।
কিছু লোকের কুৎসিত রুপ
ধুলায় সেদিন বিলীন হবে,
হতাশা-আর অপূর্ণতায়
মলিনতায় ছেয়ে যাবে।
কুরআন এরা অস্বীকার করতো
ধরা করতো অতিষ্ঠ,
এদের বড় পরিচয় হলো
এরা বড়ই পাপিষ্ঠ।
সুরা আবাসা (৩৩-৪২)