আমি এখন রাতের
আধার ছিন্ন করে
নিশাচর
কালো বিড়ালের ন্যায়
বসে আছি,একাকী নির্জনে।
আশে পাশে কেউ নেই
শুধু আমার উর্বর
কর্ণদ্বয়
ঝিঝিদের
ঝিনঝিনানি শুনছে।
চোখটা নিরবে নিস্পলক
আধার ছিদ্র
করে দূরের
আকাশের
মিটিমিটি নক্ষত্র
দেখছে।
মনটা অতীতের
স্মৃতি ঘেটে
শুধু কষ্টগুলো খুজে
নিরবে নিভৃতে রক্তক্ষরণ
করছে।
আচ্ছা ভালবাসা কাকে বলে?
এই
যে আমি একাকী গভীর
রাতে
ক্ষুদার্ত পরিশ্রান্ত
দুর্বল
জীবের মত
বসে কি যেন খুজছি!
এর নাম কি ভালবাসা?
আমার অশ্রু তারাদের
ম্লান আলোর ন্যায়
টিপিটিপি মুখমন্ডল
গরম করে
ব্যাথিত জমিনে পড়ে
হয়তো নিশাচর কোন
কীটের
চলার ব্যাঘাত
ঘটাচ্ছে!
এর নাম কি ভালোবাসা?
আমার
দীর্ঘদেহী শরীর
দূর্বল হয়ে রাতের
বিদঘুটে আধারের চাদর
গায়ে
ঠাই রজনী কাটাচ্ছে!
এর নাম কি ভালবাসা?
তোমরা এর নাম যায়
দেও না কেন,
আমি একে ভালবাসাই
বলি।