ষোলো বছর বিড়ালের মতো
থাকতো আমার নেতা,
এদিক সেদিক লুকিয়ে থাকতো
গায় দিতো না খেতা।

বউয়ের খবর রাখবে কোথা
পলাতো দিন রাতে,
লবণ ভাতে দিন কাটাতো
আমিষ ছিলো না পাতে।

পুলিশ রাখতো চোখে চোখে
মামলার বোঝা কাঁধে,
কাজ কর্ম করবে কী? আর
বৌ তার কী রাঁধে?

দিন বদল হয়েছে এখন
নেতার বড় দাম,
বড় নেতার পিছে ঘুরে
নেই কোনো কাম।

কালো চশমা, সু-কোট
নেতা যেনো উড়ে,
বউ তার খাবার খুঁজতে
বাড়ি বাড়ি ঘোরে!

পেটে ভাত না জুটলেও নেতা,
স্বপ্নে করে বাস,
এদিক তার বউয়ের কষ্টে
কাটে বারো মাস।