শেষ রাত,
শুভ্রবসন মেঘগুলো প্রভুর দিদারে
আসমানে ছুটছে।

ক্ষমা ও রহমের বারি নিয়ে
নেমে আসবে,
ছুঁয়ে দিবে অশ্রু ঝরানো
একনিষ্ঠ গোলামের তনুমন।

বাতাসে শীতলতা এনে দিবে।

রাতের সকল মাখলুক
জান্নাতি প্রভুর দিদারে থাকবে।
ছুটছে শুভ্র অভিজাত মেঘের কণা,
রবের কথার অনুভবে
তন্ময় থাকবে দিবানিশি।

আকাশের পরতে পরতে
সৌন্দর্য মেখে দিবে।

অন্ধ, বোবা, বধিরের ঘুম চলে
ভূপাতিত বিষ্টার সাথে।

নরকের যন্ত্রণা নিয়ে ভূত্বক নষ্ট করে।
এদিকে, আশিকের নীরব পদযাত্রা
স্বর্গে আলোড়ন তুলে,
মাশুকের সান্নিধ্যে রাতের উজ্জ্বলতা
হৃদয়ে মাখে।

সব কপালে কী আর সব জুটে?
কপালের মালিকেরা তো;
পঙ্গপালে পরিণত আজ।
তাই,
শুভ্রতা নেমে আসুক সকল হৃদয়ে।